
যুক্তরাষ্ট্রের একটি সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান কমপারিটেকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার নিরাপত্তার দিকে থেকে সবচেয়ে অনিরাপদ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।
এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন স্মার্টফোন ব্যবহারকারীরা। স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩৬ শতাংশের স্মার্টফোনই ম্যালওয়ারে আক্রান্ত। এছাড়াও ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ভাইরাস স্মার্ট ফোনে ঢুকে যাওয়ার ঝুঁকিও মারাত্মক আতঙ্ক হয়ে দাড়িয়েছে। তাছাড়াও ওঁত পেতে থাকা হ্যাকারদের ভয় তো আছেই। বিশ্বখ্যাত এন্টিভাইরাস নির্মাতা অ্যাভিরা মোবাইল ডিভাইসের নিরাপত্তার জন্য কিছু টিপস প্রদান করেন, যা আপনার মোবাইলকে নিরাপত্তা প্রদানে সহায়তা করবে।
১. ডিভাইসে শক্তিশালী পাসওয়ার্ড সেট করা।
2. একটি এন্টি-থেপ্ট সল্যুশন সেট করুন।
৩. অপারেটিং সিস্টেমের হালনাগাদ ভার্শন ইন্সটল করুন।
৪. অ্যাপসমূহ হালনাগাদকরন।
৫. একটি সিকিউরিটি সল্যুশন ইন্সটল রাখা।
৬. আনঅফিসিয়াল অ্যাপস্টোর থেকে ডাউনলোড না করা।
৭. স্মার্ট ফোনের সকল পার্ট’স না খোলা।
৮. অনিরাপদ ওয়াইফাই থেকে বিরত থাকুন।
৯. নিরাপত্তার বিষয়টি সব সময় মাথায় রাখা প্রয়োজন। যেমন-
(i) বার্তা এনক্রিপশন
(ii) ওয়েব এনক্রিপশন
(iii) টর ব্রাউজার
১০. সর্বক্ষেত্রে নিজের ই-মেইল আইডি ব্যবহার করা।