
ইনস্টাগ্রাম থেকে ছবি মুছে গেছে? চিন্তার কিছু নেই।
ইনস্টাগ্রামে ডিলিট করে ফেলা ছবি পুনরুদ্ধারের সুবিধা আসছে। বিশেষ করে অ্যাকাউন্ট হ্যাক হলে হ্যাকার যদি ছবি ডিলিট করে ফেলে, তবে সুবিধাটি কাজে দেবে। আবার ভুল করে নিজে ডিলিট করে ফেললেও আফসোস থাকবে না।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডেস্কটপের রিসাইকেল বিনের মতো,নতুন সংস্করণে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোনো পোস্ট মুছে ফেলা হলে সেটি ‘রিসেন্টলি ডিলিটেড’ নামের নতুন একটি ফোল্ডারে জমা হবে। সেখান থেকে পুনরুদ্ধার (Restore) কিংবা চিরতরে মুছে ফেলা যাবে। দুটি ক্ষেত্রেই নিজের পরিচয় যাচাই করতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে।
ছবি, ভিডিও, রিল, আইজিটিভি ভিডিও থেকে স্টোরেজ পর্যন্ত সব ধরণের ইনস্টাগ্রাম পোস্টের বেলাতেই নতুন সুবিধাটি প্রযোজ্য হবে। মুছে ফেলার পর রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে পোস্টগুলো ৩০ দিন পর্যন্ত থাকবে। এরপর নিজে থেকেই সেগুলো স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে। কেবল স্টোরেজে দেওয়া পোস্টগুলো ডিলিট করে ফেলার পর ২৪ ঘণ্টা পর্যন্ত সময় পাওয়া যাবে পুনরুদ্ধার করার জন্য।