কিছুদিন আগেই জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের গোপনীয় নীতিমালা নিয়ে বিতর্কিত হয়। সেই রেশ কাটতে না কাটতেই নতুন অভিযোগ উঠেছে অ্যাপসটির বিরুদ্ধে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন নম্বর দেখা যাচ্ছে
Google সার্চে।
হোয়াটসঅ্যাপ মোবাইল অ্যাপ হলেও, এর ওয়েব সংস্করণ রয়েছে। অর্থাৎ ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপেও ব্যবহার করা যায়।
সাইবার নিরাপত্তা গবেষক রাজশেখর রাজারিয়া দাবি করেছেন,যেসব ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহার করছেন, তাদের অনেকের নম্বর Google-এ সার্চ দিয়ে পাওয়া গেছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ এসব নম্বর উন্মুক্ত করে দিয়েছে।
Google-এ সার্চ করে হোয়াটসঅ্যাপ নম্বর পাওয়ার অর্থ হলো, আপনি স্প্যামারদের ঝুঁকিতে পড়তে পারেন। সাইবার অপরাধীরাও ব্যক্তিগত চ্যাটের অ্যাকসেস পাওয়ার জন্য নম্বর খুঁজে বেড়ায়। হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের ফোন নম্বর গুগলে সার্চে থাকার অভিযোগ প্রসঙ্গে এখনো মুখ খোলেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।