ঝড়, বৃষ্টি কিংবা রোদে সবসময়ই একটি অদৃশ্য ছাতা থাকে মাথার উপর। আর এই অদৃশ্য ছাতাটি হল বাবা। কারণ বাবা মানে বটবৃক্ষের ছায়া, বাবা মানে অন্ধকারের আলোকরেখা, বাবা মানে নির্ভরতা, বাবা মানে পথপ্রদর্শক। যিনি সারাজীবন সন্তানকে পরমযত্নে আগলে রাখেন তার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের একটি অন্যতম দিন বাবা দিবস। প্রতিবছর জুনের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী উদ্যাপিত হয় এই দিবসটি। এই বিশেষ দিনে পৃথিবীর সকল বাবার প্রতি রইলো শ্রদ্ধা ও ভালবাসা। শুধু একদিন নয় বছরের প্রতিটি দিনই হোক বাবার জন্য ভালোবাসা।