
‘মা’ – একটি ছোট শব্দ, তবে এর পরিধি বিশাল! সৃষ্টির সেই আদিলগ্ন থেকে মধুর এই শব্দটা শুধু মমতার নয়, শক্তিরও সর্বোচ্চ উৎস।
যার জন্য পৃথিবীর আলোর মুখ দেখতে পারে প্রতিটি সন্তান, তিনি হলেন আমাদের গর্ভধারিনী, জননী, মা। যিনি আনন্দ-বেদনায় সর্বদা স্নেহ ভালোবাসা দিয়ে পাশে থাকেন, তিনি হলেন মা। আর মায়ের ভালবাসা পেতে কখনো ভালবাসি বলার প্রয়োজন হয় না। কারণ বিশ্বের কেউ যদি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেন, তবে তিনি একমাত্র মা।
আজ বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয়ে আসছে বিশ্ব মা দিবস। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর জন্য আলাদা কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। তবুও এই বিশেষ দিনটিতে পৃথিবীর সকল মাকে জানাই বিনম্র শ্রদ্ধা, সম্মান ও ভালবাসা। সুস্থ ও ভালো থাকুক পৃথিবীর সকল মা।