
বর্তমানে ঘর থেকে বাহির হতে গেলেই প্রয়োজন হয় মাস্কের। মাস্কফোন হলো মাইক্রোফোন সংযুক্ত এমন একধরনের মাস্ক, যা পানি দিয়ে ধোয়া যায়। এছাড়াও কোনো ধরনের তার ছাড়াই এই গ্যাজেট দিয়ে স্মার্টফোন ব্যবহার করা কিংবা ফোনে কথা বলা যায়। মোটকথা, এটি এমন একটি গ্যাজেট, যা ব্যবহার করলে প্রযুক্তির মাধ্যমেই সুরক্ষা এবং সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়। এতে রয়েছে PM2.5, N95 এবং FFP2 ফিল্টার, যা সুবিধা মতো পাল্টানো যায়। তাছাড়া এর মধ্যে একটি মাইক্রোফোন এবং একজোড়া ইয়ারফোন থাকাতে মানুষের ভিড়ে মাস্ক না খুলেই অনায়াসে কথা বলা যায়। চলতি মাস ফেব্রুয়ারির ১ তারিখে গ্যাজেটটি বাজারে এনেছে ইংল্যান্ডের প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান বিনাটোন। বর্তমানে বেশ কিছু রিটেইল স্টোরের পাশাপাশি অ্যামাজন অনলাইন শপে বিনাটোন-এর তৈরি মাস্কফোন পাওয়া যাচ্ছে। মাস্কফোনের সঙ্গে হাবল কানেক্ট অ্যাপ সংযুক্ত থাকায় ব্যবহারকারীর কণ্ঠস্বরও অনেক স্পষ্ট শোনা যায়। ফলে এই গ্যাজেটের মাধ্যমে যে কারো সঙ্গেই পরিষ্কারভাবে কথোপকথন চালিয়ে যাওয়া সম্ভব হয়। এসব ছাড়াও মাস্কফোনে আরও অনেক সুবিধাই রয়েছে। যেমন, ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে মাস্কফোন কানেক্ট করা। ওয়ান-টাচ ভয়েস-অ্যাক্টিভেশন প্রযুক্তি থাকায় মাস্কফোনের মাধ্যমে সিরি, এলেক্সা বা গুগল অ্যাসিস্ট্যান্ট কে প্রয়োজন অনুসারে নির্দেশ দেয়া যায়। অর্থ্যাৎ বলা যায় বর্তমানে যারা মাস্ক পড়তে বিরক্ত অনুভব করেন,মাস্কফোনটি তাদের কাছেও স্বস্তিকর মনে হবে ।