
আজ ১৪ই ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির জন্য একটি শোকাবহ দিন। মুক্তিযুদ্ধের শুরু থেকেই পাক হানাদার বাহিনীরা দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে আসছিল। কিন্তু একাত্তরের এই দিনে আমাদের বিজয় লাভের আগমুহূর্তে যখন দখলদার পাকিস্তানি বাহিনী দেখলো তাদের পরাজয় অনিবার্য, তখনই তারা চূড়ান্ত আঘাত হানে। তালিকা করে দেশের সকল বরেণ্য, মেধাবী বুদ্ধিজীবীদের হত্যা করল। যার মূল উদ্দেশ্য ছিল স্বাধীন দেশকে মেধাশূন্য করে দেওয়া।
আর এই একটি দিনের জন্যই আমরা অনেক বছর পিছিয়ে গেছি। কারন এটি নিশ্চিন্তে বলা যায় যে হত্যাকান্ডের শিকার হওয়া শহীদ বুদ্ধিজীবীরা যদি জীবিত থাকত তবে তাদের মেধা, সৃজনশীলতা, জ্ঞান ও দক্ষতা দ্বারা স্বাধীন বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারতেন। কিন্তু ঘাতক বাহিনীদের নির্মমতায় তারা সেটি পারেননি।
শহীদ বুদ্ধিজীবী দিবসে সি এস এল আইটি পরিবারের পক্ষ থেকে সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।