fbpx

শিশুদের জন্য আলাদা Instagram!!

বয়স ১৩ বছরের কম হলে বর্তমানে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার নিয়ম নেই । তাই ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রামের আলাদা একটি সংস্করণ তৈরি করছে ফেসবুক। অভিভাবকের নিয়ন্ত্রণে থেকে শিশুদের নিরাপদে ইনস্টাগ্রাম ব্যবহারের সম্ভাব্য উপায় খুঁজে দেখছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। ফেসবুকের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম The Guardian-কে বলেন, অভিভাবকের নিয়ন্ত্রণে থেকে শিশুদের ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ করে দেওয়ার সম্ভাব্য উপায় খুঁজে দেখছে ফেসবুক। অনেকটা Messenger Kids এর মতো, যেটি ৬ থেকে ১২ বছর বয়সী শিশুরা ব্যবহার করতে পারে।

ইনস্টাগ্রামের প্রস্তাবিত নতুন সংস্করণটির উল্লেখ না করে চলতি সপ্তাহের শুরুতে এক ব্লগ পোস্টে ফেসবুক জানায়, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার সময় যদিও বয়সের উল্লেখ করতে হয়, তবে কেউ মিথ্যা লিখলে তাদের ঠেকানোর কোনো উপায় নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সে সমস্যার সমাধান করার কথা বলেছিল ফেসবুক। সে সঙ্গে নিরাপত্তার নতুন টুল চালুর ব্যাপারেও ফেসবুক জানিয়েছিল। সেখানে বলা হয়, অনুসারী নয় এমন ১৮-এর কম বয়সীদের বার্তা না পাঠাতে পারার সুবিধা চালু করা হবে। সার্চ অপশনের মাধ্যমে টিন এজারদের খুঁজে পাওয়া কঠিন করাসহ বেশ কিছু নতুন সুবিধার উল্লেখও ছিল। আর রেজিস্ট্রেশনের সময় কিশোর বয়সীদেরও নিজেদের প্রোফাইল ‘প্রাইভেট’ রাখতে উৎসাহী করা হবে।

Share This:

Leave a Reply

Your email address will not be published.