
আইফোন ১২ মডেলের কিউ–সার্টিফায়েড চার্জার ব্যবহার করে ওয়্যারলেস চার্জিং প্রসঙ্গে একজন ব্যবহারকারী অভিযোগ করেছেন, তারহীন উপায়ে এক দিন আইফোন ১২ মডেলের চার্জ দেওয়া গেলেও পরের দিন আর চার্জ নেয় না। একে আবার রিবুট করা হলে তারপর চার্জ নেয়। ইতিমধ্যে অ্যাপল ফোরামে এ বিষয়ে ৭০০ জনের বেশি ব্যবহারকারী চার্জিং সমস্যা নিয়ে অভিযোগ করেছেন। এ বিষয়টি স্বীকার করে Apple জানিয়েছে সমস্যা সমাধানে কাজ শুরু করেছে তারা ।
এছাড়াও আরও দুটি বিষয়ে অভিযোগ তুলেছেন অনেকে। সেগুলো হচ্ছে আইফোন ১২ মডেলের ডিসপ্লে এবং নেটওয়ার্ক নিয়ে। কিছু পরিস্থিতিতে ডিসপ্লে সবুজ, ধূসর বা অন্য রং দেখায় এবং কোথাও 4G আবার কোথাও 5G নেটওয়ার্কে ফোনটিতে সমস্যা হচ্ছে। এ বিষয়গুলো ঠিক করতেও কাজ করছে Apple ।