
Amazon চালু করল Alexa Custom Assistant। এটি কৃত্রিম বুদ্ধিমত্তায় পারদর্শী, যা ঘুম ভাঙানো থেকে শুরু করে আপনি সারা দিন কি কি কাজ করবেন তা জানিয়ে দেবে। অ্যালেক্সা কাস্টমস অ্যাসিস্ট্যান্ট ভিন্ন গলার স্বরে ভিন্ন ভিন্ন কাজ করার ক্ষমতা রাখে।
অ্যামাজন জানিয়েছে, অ্যালেক্সা আপনার সঙ্গে নির্বিঘ্নে সহাবস্থান করবে এবং সহযোগিতাও করবে।গ্রাহকদের তাদের পণ্য এবং পরিষেবা বিশেষজ্ঞ ও বুদ্ধিমান সহকারী হিসেবে কাজ করবে। অর্থাৎ আপনার চা গরম আছে কিনা বা কোন কাজটি বাকি রয়ে গেছে, কোথায় কোথায় যাবেন তা বলে দেবে অ্যালেক্সা কাস্টমস অ্যাসিস্ট্যান্ট।