রাউটিং কি?
নেটওয়ার্ক ডাটা বা ট্রাফিক গন্তব্যে যাওয়ার জন্য কোন পথ সবচেয়ে উত্তম তা বাছাই করা এবং সেই পথে ট্রাফিক পাঠিয়ে দেওয়াই হলো রাউটার এর কাজ যা রাউটিং নামে পরিচিত ।
রাউটিংকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে । এগুলো হলো:
স্ট্যাটিক রাউটিং
স্ট্যাটিক রাউটিং হল এমন একটি রাউটিং যেখানে রাউটার এর রাউটিং টেবিলে প্রতিটি রাউটিং রুট ম্যানুয়ালি ডিফাইন করে দিতে হয়। এর সুবিধা হচ্ছে নেটওর্য়াক ব্যান্ডউইথ কম খরচ হয় এবং ডাটার নিরাপত্তা অনেক বেশি । কিন্তু বড় নেটওয়ার্কের ক্ষেত্রে মেইনটেন্যান্স করা কঠিন এবং ম্যানুয়ালি রাউট কনফিগার করতে হয় বলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
ডাইনামিক রাউটিং
ডাইনামিক রাউটিং হলো সে সব রাউটিং যা সময়ের সাথে সাথে আপনা আপনি রাউটিং টেবিলের পরিবর্তন ঘটে। ফলে ম্যানুয়ালি কিছু করার প্রয়োজন হয় না। Complex নেটওয়ার্ক Design এর ক্ষেত্রে ডাইনামিক রাউটিং ব্যবহার করা হয়ে থাকে। এই রাউটিং এ রাউটার Automatically সহজ পথ সিলেক্ট করে থাকে। ডাইনামিক রাউটিং কনফিগারেশন করার জন্য Advanced Administrative নলেজ প্রয়োজন। এটি সমস্ত টপোলজির জন্য উপযুক্ত কিন্তু ডাটার নিরাপত্তা কম।
ডিফল্ট রাউটিং
কোনো গন্তব্যের জন্য রাউট নির্ধারণ করে দেওয়া না থাকলে রাউটার ডিফল্ট হিসেবে যে পথ বেছে নেবে সেটিই হলো ডিফল্ট রাউটিং।
Thanks a lot