বিটকয়েন মূলত একধরনের ক্রিপ্টোকারেন্সি । ক্রিপ্টোকারেন্সি হল একধরনের ভার্চুয়াল কারেন্সি যা ক্রিপ্টোগ্রাফিক এলগরিদমের মাধ্যমে সৃষ্ট। সহজ ভাষায় বিটকয়েন একধরনের অনলাইন কারেন্সি যা আমাদের ট্রেডিশনাল কারেন্সির (টাকা, ডলার) মত দেখা/ছোঁয়া যায় না। বিটকয়েন ২০০৯ সালে প্রথম ব্যবহার শুরু হয় ওপেন সোর্স কারেন্সি হিসেবে। বর্তমানে ১ বিটকয়েনের মূল্য ৩৪,৭০৪.৬০ ডলার যা বাংলাদেশী টাকায় ২৯,৫৪,৩৬৯.১১ টাকা।
তো এখন কথা হচ্ছে কেন দিনে দিনে বিটকয়েনের জনপ্রিয়তা এত বাড়ছে ?? এর কিছু কারন হচ্ছে :–

বিটকয়েন ব্লক চেইন প্রযুক্তিতে চলে (ব্লক চেইন প্রযুক্তি নিয়ে বিস্তারিত পোস্ট করা হবে)।

বিটকয়েন কোন থার্ড পার্টি ছাড়াই ইউজার টু ইউজার সেন্ড করা যায় এবং এতে ইউজারের তথ্য গোপন রেখে খুবই সিকিউরড ট্রানজেকশন হয়।

এতে অর্থ জাল করার কোনো সুযোগ নেই এবং আপনি চাইলে বিটকয়েনকে ট্র্যাডিশনাল কারেন্সিতে রূপান্তর করে ব্যবহার করতে পারেন।