
২০২০ শেষে চলে এলো আরেকটি বছর, “২০২১” । পুরাতনকে পাল্টে জায়গা করে নিলো নতুন ক্যালেন্ডার। পুরনো বছরের সকল পাওয়া না পাওয়ার গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সবাই। অতীতের সকল ভুল শুধরে নতুন করে বাঁচার প্রত্যয় ব্যক্ত করছে। করোনার প্রকোপে ২০২০ সাল হয়তো কারোই ভালো কাটেনি। তাই ২০২১ সালে সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে CSLIT এর পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।