কম বেশি সবাই আমরা আমাদের বাসাবাড়িতে
LED (Light Emitting Diode) লাইট ব্যবহার করে থাকি। এলইডি লাইট যেমন ভালোমানের আলো প্রদান করে থাকে তেমনি এলইডি লাইট ব্যবহার করে কৃত্তিম উপগ্রহের মাধ্যমে ডাটা আদান প্রদান করা যাবে কম্পিউটার, ল্যাপটপ কিংবা হাতে ব্যাবহৃত মোবাইল স্মার্ট ওয়াচটিতে।শুনতে একটু অবাক হলেও এটিই সত্য।আর এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে Li-Fi (Light Fidelity) যা ওয়াইফাই থেকে ১০০ গুন বেশি দ্রুত গতিসম্পন্ন।