“আজকের এই শুভদিনে কত খুশি কত সাজ, আজকের এই দিনে যাক পুরাতন, যাক মুছে যাক সব দুঃখ। নতুন বছর, নতুন আশা, সঙ্গে থাকুক ভালবাসা।”
আজ সূর্যের নতুন আলোর সঙ্গে এসেছে নতুন বছর, বঙ্গাব্দ ১৪২৮ । নববর্ষ আমাদের জীবনে করোনার প্রভাবকে মোকাবিলা করে স্বাভাবিক জীবনে ফেরত যাওয়ার সংগ্রামী অনুপ্রেরণা জোগাবে। করোনা দুর্যোগ থেকে মুক্ত হওয়ার আহ্বান ফুটে উঠুক সবার প্রার্থনায়।
CSLiT পরিবারের পক্ষ্য থেকে সবাইকে জানাই ১৪২৮ বঙ্গাব্দের শুভ নববর্ষের শুভেচ্ছা।