
মাইক্রোব্লগিং সাইট Twitter নতুন ‘সুপার ফলো’ ফিচার নিয়ে আসার পরিকল্পনা করছে। সম্প্রতি বিনিয়োগকারীদের জন্য আয়োজিত এক ভার্চুয়াল আয়োজনে নিজেদের পরিকল্পনার কথা জানায় প্রতিষ্ঠানটি। এই ফিচারে আপনি যাদেরকে ফলো করেন তাদের কে পে করতে পারবেন যার বিনিময়ে আপনি তাদের বাড়তি কিছু কনটেন্ট দেখতে পাবেন।
সিসিএস ইনসাইটের বিশ্লেষক বেন উড বলেছেন,যাদের যথেষ্ট পরিমাণ কনটেন্ট রয়েছে, তাদের জন্য এটি আকর্ষণীয়, কিন্তু আমার মনে হয় সাধারণ টুইটার ব্যবহারকারীরা এ থেকে বড় মাপের আয় পাবেন না।
খবরটি টুইটার ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। টুইটারের এক মুখপাত্র জানিয়েছেন, ২০২১ সালেই সুপার ফলো ফিচারটি উন্মুক্ত হবে।